চট্টগ্রামের হাটহাজারী বাস স্টেশনে গতকাল রবিবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। বাস স্টেশন এলাকায় যানযট নিত্যনৈমত্তিক ব্যাপার। ভুক্তভোগীদের দাবী এই এলাকার অসহনীয় যানযট নিরসনে জন্য সড়ক সম্প্রসারন করা। সড়ক ও জনপথ বিভাগ জনদাবীর গুরুত্ব বিবেচনা করে অক্সিজেন - হাটহাজারী মহাসড়ক সম্প্রসারনের উদ্যোগ গ্রহন করে। এজন্য প্রয়োজনীয় জায়গা সরকার অধিগ্রহণ করে। ইতিমধ্যে সরকারের অধিগ্রহণ কৃত জায়গার নিয়মানুযায়ী ক্ষতিপূরন ও প্রদান করেন। ক্ষতিপুরন প্রদানের পর সও জ অধিগ্রহণ কৃত জায়গায় স্থাপিত স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করেন। সওজ বিভাগের দাবি অধিগ্রহনকৃত জায়গায় স্থাপিত স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করার পর কেউ নিজেদের স্থাপিত স্থাপনা সরিয়ে নেয়নি। তাই জনস্বার্থে সড়ক সম্প্রসারনের লক্ষ্যে গতকাল অধিগ্রহণকুত জায়গার স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। বাস স্টেশনের দক্ষিণ পাশের মরা ছড়া খাল সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। পর্যক্রমে অধিগ্রহণকৃত জায়গায় স্থাপিত স্থাপন উচ্ছেদ করা হবে বলে সংশ্লিস্টরা গণমাধ্যমকে জানিয়েছেন। এদিকে সরকার কর্তৃক অধিগ্রহণ কৃত জায়গায় স্থাপিত স্থাপনা মালিকগন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সময় চেয়ে গত বুধবার (৩০ এপ্রিল) মানব বন্ধন করেছে।
প্রসংগত গত ২৪ এপ্রিল (বুধবার) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহসানুল হক হাটহাজারীর যানযট কবলিত এলাকা বাস স্টেশন ও বাজার পরিদর্শন করেন। এসময় তাঁকে এব্যাপারে ব্রিফিং করেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম মশিউজ্জামান। এসময় তাঁর সাথে ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হোসেন, চট্টগ্রাম জোন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওজ) মো. আতাউর রহমান, চট্টগ্রাম সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সওজ), মোহাম্মদ জাহেদ হোসেন, চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী (সওজ) মোহাম্মদ মোসলেহউদ্দীন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী (সওজ) পিন্টু চাকমা, ফটিকছড়ি সড়ক উপ-বিভাগের প্রকৌশলী (সওজ) মোহাম্মদ ফারহান, ফটিকছড়ি সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (সওজ), মোহাম্মদ পারভেজ, পটিয়া সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (সওজ) আবু আহসান মু: আজিজুল মোস্তফা উপস্থিত ছিলেন।
গতকাল রবিবার এর উচ্ছেদ অভিযানে সওজর উর্ধতন কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।