সিংড়ায় আইন অবহিতকরণ সেমিনার

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৬ এএম
সিংড়ায় আইন অবহিতকরণ সেমিনার

নাটোরের সিংড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সেমিনারের আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আলমাস, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, সিংড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, সাবেক প্যানেল মেয়র গোলাম আজম, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম বুলেট, সিটি ফার্মেসীর স্বত্ত্বাধিকারী শাহজালাল, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম, খলিল মাহমুদ, আবু সাঈদ প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে