নীলফামারীর সৈয়দপুরে ফাইফ স্টার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন কর্কসূচি পালন করা হয়েছে। ৪ মে ওই মাঠের সামনে এ মানববন্ধন পালন করা হয়। এতে অংশ নেয় সৈয়দপুর রেলওয়ে অফিসার কলোনি জামে মসজিদের মোক্তাদি,বিভিন্ন ক্লাবের খেলোয়াড়,ছাত্র সংগঠন,সামাজিক সংগঠনসহ স্থানীয় বাসিন্দারা। অফিসার কলোনি জামে মসজিদের মোক্তাদিরা ওই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ফাইফ ষ্টার মাঠটিতে খেলাধুলার পাশাপাশি এখানে প্রায় সময় জানাজা নামাজ আদায় করা হয়। কিছু ব্যক্তি তাদের পকেট ভারি করতেই খেলাধুলার ব্যাঘাত ঘটাতে খেলার মাঠে মেলার আয়োজন করেছে। যদি দ্রুত এই মাঠের মেলার আয়োজন বন্ধ করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। অন্যথায় বড় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন সৈয়দপুর অফিসার কলোনি জামে মসজিদের মোক্তাদি ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন চৌধুরী।
কৃষকদল জেলা শাখার সভাপতি ফিরোজ আহমেদ এটি পরিচালনা করেন।
বক্তব্য রাখেন ক্রীকেটার নওশাদ আনছারি,ছাত্র সমন্বয়ক তাওহীদ মোক্তার,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মসজিদের মোক্তাদি আমিনুল ইসলাম আমিন, সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।