নাচোলে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদেরকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

এফএনএস (মোঃ আবদুস সাত্তার; নাচোল, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৪ মে, ২০২৫, ০৮:১০ পিএম
নাচোলে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদেরকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকার উপর দিয়ে ১মে বৃহস্পতিবার দুপুরে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলা-বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌর শাখার উদোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এদিনের কালবৈশাখী ঝড় ও শিলা-বৃষ্টিতে নাচোল পৌর এলাকার ২নং ওয়ার্ড পিঁপড়াডাঙ্গা মহাল্লার মুন্টু ও সেন্টুর বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়। ৪মে রোববার সকাল সাড়ে ১০টার দিকে সংগঠনের পক্ষ থেকে পৌর আমির মনিরুর ইসলামের নেতৃত্বে ক্ষতিগ্রস্থ ২টি পরিবারকে ৫হাজার করে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবেক পৌর কাউন্সিলর মনিরুল ইসলাম, ২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল জলিল, যুব বিভাগের সভাপতি মাহিদুর রহমান। শেষে সংক্ষিপ্ত সভায় নাচোল পৌর আমির মনিরুর ইসলাম তার বক্তব্যে যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্থদেরকে সহায়তায় এলাকার বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে