দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত-টেকনোলজি এম্পায়ারমেন্ট সেন্টার অন হুইলস্ ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের আওতায় দিনাজপুরের ঘোড়াঘাটে ২ মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মো. আব্দুর রেজার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল খালেক, প্রশিক্ষক নন্দ চৌধুরী প্রমুখ। ২মাস ব্যাপি প্রশিক্ষন কর্মশালায় ২০ জন যুব ও ২০ যুব মহিলাকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে।