দুই ঘন্টা কর্মবিরতিতে বরিশাল আদালতের কর্মকর্তারা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ মে, ২০২৫, ০৪:৩৬ পিএম
দুই ঘন্টা কর্মবিরতিতে বরিশাল আদালতের কর্মকর্তারা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা। সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠণ, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম-ষষ্ট প্রেডের পরবর্তী সপ্তম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জেষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবীতে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বরিশাল জেলা এবং বিভাগের সভাপতি এসএম হেদায়েতুন্নবী জাকির। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বরিশাল শাখার সাধারণ সম্পাদক মো. কামরুল হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা পরিমল চন্দ্র রায়, বেঞ্চ সরকারি কামরুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির তারিকুল ইসলাম, বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক সোহাগ হোসেন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে