নীলফামারীর সৈয়দপুরে নতুন বাবুপাড়ায় ক্রয়কৃত সম্পত্তির ওপর স্থাপনা নির্মাণ কাজে বাঁধা প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জমির মালিক মোঃ মোস্তফা। ৫ মে শহরের বিসিক শিল্পনগরীর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে ওই সংবাদ সম্মেলনের আয়োজন ছিল।
এ সময় লিখিত বক্তব্যে মোঃ মোস্তফা বলেন,আমি নীলফামারী জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি এবং বর্তমানে সৈয়দপুর বিশিক শিল্পনগরী মালিক সমিতির সহসভাপতির দায়িত্ব পালন করে আসছি। আমার জমিতে আমি স্থাপনা নির্মাণ কাজ করছিলাম। হঠাৎ করে ওই এলাকার মোবাস্বির প্রিন্স এমাদী এসে আমার কাজে বাঁধা দেয়। অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি প্রান নাশের হুমকী দেয়। এ সময় তার সাথে ছিল বেশ কয়েকজন উৎশৃংখল যুবক। হুমকী প্রদানের পর তারা আমার কর্মচারীকে তাড়িয়ে দিয়ে মালামাল লুট করে নিয়ে যায়। তাদের উদ্দেশ্য ছিল আমার জমি দখলে নিয়ে টাকা আদায় করা। আমি তাদের প্রতিবাদ করলে তারা আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করতে নানা যড়যন্ত্রে লিপ্ত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এতে সমাজে আমার সুনাম ক্ষুন্ন হচ্ছে। সমাজে ব্যবসায়িকভাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবি করছি। তিনি বলেন আমার ছেলের নামে ওই ৭ শতক জমি। যার সকল প্রকার খাজনা,খারিজ,বিএস তার নামে রয়েছে। ওই জমি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখায় মর্টগেজ রয়েছে। পৌরসভা কর্তৃক ওই জমির নকশা অনুমোদন প্রাপ্ত হয়ে বাসা করার জন্য চারপাশ টিনের বেড়া দিয়ে ঘিরে রাখি। বাসা নির্মাণের জন্য প্রয়োজনীয় মালামাল মজুদ করি। এরই মধ্যে তারা গন্ডগোল করে আমার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন মোস্তফা,তার ছেলে ও স্থানীয় গনমাধ্যমকর্মীরা।