রায়গঞ্জে জোরপূর্বক ধান কেটে নিল দূর্বৃত্তরা

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : : | প্রকাশ: ৫ মে, ২০২৫, ০৬:০৯ পিএম
রায়গঞ্জে জোরপূর্বক ধান কেটে নিল দূর্বৃত্তরা

সিরাজগঞ্জে রায়গঞ্জের পাঙ্গাসা ইউপির মিত্র তেঘরী গ্রামে জোরপূর্বক আধা পাকা ধান কেটে নিল দূর্বৃত্তরা। গত শনিবার ভোর ৫ টার দিকে আস্তাহারের ক্রয়কৃত জমির ধান একই গ্রামের আয়ছান আলী সেখের (গুট) পুত্র আমিনুল ইসলামের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল দেশী অস্ত্র-স্বস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক ১৫ শতক জমির ধান কেটে নিয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিবাদমান ঐ জমির ধান কেটে ঘর দরজা নির্মানের পায়তারা করছেন আয়ছান আলীর ছেলেরা। আস্তাহার বলেন, আমার ক্রয়কৃত জমির ২২৯ নং খতিয়ানের  ১৬৮৮ নং দাগের ফসলি জমির পরিমান ১৫ শতক। যা ১০/০৮/১৯৯৮ ইং তারিখে রেজিষ্টী হয় যার দলিল নাম্বার ৪৭৪৪। ফসলি জমির নামজারি হয় ৫১৯(৯-১)/২০০৩-০৪ তারিখে। দীর্ঘ ২৭ বছর যাবত ভোগদখল করে আসছি। হঠাৎ করে ০৩/০৫/২৫ শনিবার সকাল ৫ টায় জোরপূর্বক আয়ছান আলীর ১৫/২০ জনের সন্ত্রাসী দল ধান কেটে নিয়ে যায়। জমির মালিক আস্তাহার এতে বাধা প্রদান করলে তারা মারমূখী হয়ে গালি-গালাজ সহ প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ প্রাপ্তির বিষয়ে স্বীকার করে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তা হাট পাঙ্গাসী ফাঁড়ির ইনর্চাজ বাবলু কুমার রায় জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। জমিজমার বিষয় থানার হস্তক্ষেপের কোন এখতিয়ার নেই, আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয়, সে বিষয়ে উভয়পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছি 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW