সরাইলে শিক্ষা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৫ মে, ২০২৫, ০৭:২২ পিএম
সরাইলে শিক্ষা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিক্ষা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার দিনব্যাপি অনুষ্ঠিত সেমিনারে ‘সরাইল উপজেলার শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শিরোনামের মূল প্রবন্ধ পাঠ করেন নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। ইউএনও’র উপস্থাপনায় ও বর্ণনায় অনুষ্ঠিত সেমিনারে উপজেলার সকল মাদ্রাসা, প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় কলেজের প্রধানসহ দুই শতাধিক শিক্ষক অংশ গ্রহণ করেছেন। সকলের আলোচনায় উঠে আসে-শিক্ষক ঘাটতি, অবকাঠামোগত সমস্যা, শিক্ষার্থীদের ঝড়ে পড়া, পাঠদানের মান, প্রযুক্তির ব্যবহার, কমিটির গঠনের যন্ত্রণা, রাজনৈতিক চাপ, অভিভাবকদের উদাসীনতাসহ বিভিন্ন সমস্যা। সূত্র জানায়, শিক্ষা ক্ষেত্রে সরাইল উপজেলা নানা সমস্যায় জর্জরিত। এর প্রভাব পড়েছে সামগ্রিক উন্নয়ন প্রবাহে। নির্বাহী কর্মকর্তা এখানকার শিক্ষা ব্যবস্থার বহুমাত্রিক সমস্যা, সৃষ্ট সমস্যার উৎস ও সমাধানের উপায় হিসেবে বাস্তবসম্মত কিছু পদক্ষেপ বের করার চেষ্টা করছেন। এরই আলোকে তিনি বেশ কিছু সমস্যা, সমস্যার কারণ, প্রভাব ও সমাধানে করণীয় পদক্ষেপ গুলোর উপর একটি সময়োপযোগি সুন্দর প্রেজেন্টেশন তৈরী করেছেন। সমাধান পক্রিয়াকে আরো শক্তিশালী করার লক্ষে ইউএনও এই বিষয়ে সেমিনারের আয়োজন করেন। প্রবীণ শিক্ষক সাংবাদিক মো. আইয়ুব খান ও লেখক গবেষক সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জিব কুমার দেবনাথের ঐকান্তিক সহায়তায় সেমিনারটি আয়োজন সম্পন্ন হয়। প্রজেক্টরের মাধ্যমে দীর্ঘ দেড় ঘন্টা ইউএনও এই বিষয়ের উপর আলোচনা করেন। শিক্ষা সচেতনতা বৃদ্ধি, প্রতিবন্ধকতা ও মান উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন- মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জীবন ভট্রাচার্য্য, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নওশাদ মাহমুদ, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অরূয়াইল কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন মৃধা, মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সদর স্কুলের এডহক কমিটির সভাপতি মো. মশিউর রহমান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, অরূয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী, প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, সাংবাদিক মো. শরীফ উদ্দিন, শিক্ষক আব্দুল করিম, মো. মারূফ খান, মো. শাহগীর মৃধা, মো. নুরূল আমীন, দেওয়ান রওশন আরা লাকী, মো. আলম মিয়া, মো. রফিকুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন,  এই সেমিনার সরাইল উপজেলার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা বিভিন্ন সমস্যা ও সমাধানে করণীয় পদক্ষেপের প্রস্তাব করেছেন। এ ছাড়াও বক্তারা উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। ইউএনও বলেন, আজকের আলোচনা আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সহায়ক হবে। সকলে মিলে কাজ করলে সমস্যা গুলো সমাধান সম্ভব।

আপনার জেলার সংবাদ পড়তে