বিএনপির নামে ভূঁইফোড় সংগঠনের অপতৎপরতা, নেতৃবৃন্দের কঠোর হুঁশিয়ারি

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ৫ মে, ২০২৫, ০৭:৫৩ পিএম
বিএনপির নামে ভূঁইফোড় সংগঠনের অপতৎপরতা, নেতৃবৃন্দের কঠোর হুঁশিয়ারি

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর সিলেটে হঠাৎ করে বিএনপির সহযোগী সংগঠন দাবি করে একের পর এক সংগঠন গড়ে উঠছে। এসব সংগঠন নিজেদের নেতা দাবি করে নানা অপকর্মে জড়াচ্ছে, যা সিলেট বিএনপির মূল সংগঠন ও অনুমোদিত অঙ্গ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

সোমবার (৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এসব ভূঁইফোড় সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান জানান।

বিবৃতিতে তারা জানান, বিএনপি এবং এর অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের বাইরে অন্য কোনো সংগঠনকে বিএনপির অংশ হিসেবে গণ্য করা যাবে না। এসব সংগঠন হলোÑছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ওলামা দল এবং সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, নামসর্বস্ব এসব সংগঠন বিদেশফেরতদের সংবর্ধনার নামে অর্থ আদায়, ফুটপাত দখল, চাঁদাবাজি, সরকারি দপ্তরে প্রভাব খাটিয়ে সুবিধা আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে এবং দলের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে বা ‘জাতীয়তাবাদী’ শব্দ জুড়ে কেউ সংগঠন গড়লে এবং দায়িত্বশীল নেতারা সেই কর্মসূচিতে অংশ নিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা ও মহানগর বিএনপির নেতারা আরও বলেন, কিছুদিন ধরে সিলেটের বিভিন্ন মার্কেট ও রাস্তাঘাটে এসব সংগঠন অবস্থান নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে। এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। নির্দেশ অমান্য করলে প্রমাণ সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে