টঙ্গীতে টাকা চাঁদা না পেয়ে কুপিয়ে জখম

মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি | প্রকাশ: ৫ মে, ২০২৫, ০৮:৪৯ পিএম
টঙ্গীতে টাকা চাঁদা না পেয়ে কুপিয়ে জখম

বিশেষ প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী মরকুন বেপারীপাড়া এলাকায় দাবিকৃত দুই লাখ টাকা চাঁদা না পেয়ে ফরহাদ বেপারী (৪৬)নামে একজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীদের ফেরাতে গিয়ে আসলাম (৫৫), রবিউল ইসলাম রবি (৪৫), আবুল কালাম (৫২)আহত হন। ঘটনাটি ঘটে গত রোববার রাতে।

এঘটনায় আহত ফরহাদ বেপারী বাদী হয়ে অভিযুক্ত কনক (৩০), তুষার (২৫), রাব্বি (২৩), বকুল (৫০), মোজাম্মেল (৪৮), ফারুক (২৬), আব্দুল্লাহর (১৯) বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহত ফরহাদ বেপারী জানান, উল্লেখিত চাঁদাবাজরা বেশ কয়েকদিন যাবত তার কাছে দুইলাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা না পেয়ে ফরহাদ বেপারীকে রোববার রাত সাড়ে ৯টার দিকে মরকুন বেপারীপাড়া এলাকার এএমলন্ড্রি ওয়াশিং কারখানার সামনে অতর্কিতে হত্যার উদ্দ্যেশে পিটিয়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়। এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে