মুন্সীগঞ্জের গজারিয়ায় সাইফুল আলম (৪০) নামে একটি বোর্ড তৈরির কারখানার হিসাব রক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করদী এলাকাধীন সুপার বোর্ড কারখানার বিশ্রামাগার থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইফুল আলম কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলার সাহার পাড় গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তিনি উল্লেখিত ওই কারখানার হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সুপার বোর্ডের এক কর্মকর্তা বলেন ছেলেটার বয়স খুবই কম কি কারনে এই ঘটনা ঘটলো আমরা তদন্ত করে দেখছি সে আমাদের ফ্যাক্টরিতে হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিল।
এই বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, লাশ উদ্ধার করে পোস্ট ম্যাডামের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে গজারিয়া থান একটি অপমৃত মামলা হয়েছে তবে বিষয়টি পারিবারিক কলরহ কি না তদন্ত করে দেখতে হবে।