কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের ঘোড়াময়দান গ্রামের মৃত আলতাফ আলীর পুত্র আমির হোসেনের বাড়ী ঘর ভাংচুর, লুটপাট ও জবর দখলের অভিযোগ উঠেছে তার ভাই সোলেমানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ৩০ এপ্রিল ঘোড়াময়দান গ্রামে। এ ব্যাপারে আমির হোসেন স্থানীয় চেয়ারম্যানের নিকট অভিযোগ করেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার ঘোড়াময়দান গ্রামের আমির হোসেন তার মাতা খায়রুন্নেছা, বোন রহিমা বেগম, ভাই সোলেমান, আনোয়ার, আব্দুল মালেক থেকে ২৩ শতক সম্পত্তি বসত বাড়ীর জন্য ক্রয় করেন এবং তার পৈত্রিক সূত্রে ৬ শতক সম্পত্তি সহ ২৯ শতক সম্পত্তির মধ্যে ৩টি ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। সম্প্রতি তার ভাই সোলেমান তার একটি বসত ঘরের বারান্দা, বাথরুম সহ কিছু অংশ ভেঙ্গে ফেলে এবং তার ঘরে থাকা কাঠ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এছাড়া ঐ ঘরটি অবৈধভাবে জবর দখল করে। আমির হোসেন ঘর ভাঙ্গার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গেলে সোলেমান ও তার ছেলে হামজা আমির হোসেনকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। এ ব্যাপারে আমির হোসেন স্থানীয় চেয়ারম্যান ইউপি সদস্য ও সমাজ পতিদের নিকট অভিযোগ করেন। সে কোন শালিস দরবার না মেনে তার ছেলে হামজা সহ উল্টো আমির হোসেনকে হুমকি ধমকি দেয়। এছাড়া আমির হোসেন সোলেমান থেকে যে ৫ শতক সম্পত্তি ক্রয় করে সে সম্পত্তি সোলেমান তার স্ত্রী বকুল ও একই গ্রামের আব্দুর রহিম মাষ্টারের নিকট বিক্রি করে ফেলে। এ ব্যাপারে আমির হোসেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করে। মামলাটি চলমান রয়েছে। এ ছাড়া আমির হোসেনের বসত ঘরের পাশে সোলেমান একটি পোল্ট্রি ফার্ম পরিচালনা করে আসছে। যার ফলে পরিবেশ দূষণ হচ্ছে। পরে আমির হোসেন তার প্রতিকার চেয়ে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ করে। সোলেমান ও তার ছেলে হামজার অত্যাচারে আমির হোসেন বাড়ীতে বসবাস করতে পারছে না। এ ব্যাপারে আমির হোসেন সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।