ভালুকায় ভাড়াটিয়া চন্নু মিয়ার ছুরিকাঘাতে বাড়ীর মালিক রফিকুল ইসলাম রতন নামে একজন খুন হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। যৌথবানিহী অভিযান চালিয়ে ঘাতক চন্নু মিয়াকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সাড়ে ৯ টায় ভালুকা উপজেলার সিডস্টোর লবণকোটা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান,রাত সাড়ে নয়টার দিকে নিহত রফিকুল ইসলাম রতন বাড়ীর পাশে চায়ের দোকানে বসা ছিল। এসময় পাশের বাসার নজরুল ইসলামের ভাড়াটিয়া হত্যাকারী চন্নু মিয়া পিছন দিক থেকে ছুরি দিয়ে রতনের পিঠে পরপর দুইটি আঘাত করে পালিয়ে যায়। এতে রতন গুরতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে তার ভাড়া বাসা থেকে আটক করে। কি কারনে হত্যাকান্ড হয়েছে কেউ বলতে পারেনি। তবে পরক্রিয়ার কারনে হয়তোবা হত্যাকান্ড হয়ে থাকতে পারে। হত্যাকারী চন্নুমিয়ার বাড়ী ময়মনসিংহ গৌরীপুর উপজেলার টাঙ্গাটিয়া গ্রামে। সে ভালুকার লবন কোঠা গ্রামে পরিবারসহ বাসা ভাড়া নিয়ে পোষাক কারখানায় কাজ করতো।
ভালুকা মডেল থানার পুলিশ উপ পরির্দশক নুরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। হত্যাকান্ডের কারন এখনো জানাযায়নি।