দীর্ঘ ১৭ বছর ধরে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়ন থেকে বঞ্চিত সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার মানুষ। সেই বঞ্চনার ক্ষোভ এবার ফুঁসে উঠেছে সিলেট শহরের প্রাণকেন্দ্রে।
মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট পরিণত হয় এক দাবির মিছিল ও মানববন্ধন। হাতে ব্যানার প্ল্যাকার্ড সহ কণ্ঠে প্রতিবাদÑউন্নয়ন বঞ্চনার জবাব চেয়ে দাঁড়িয়েছিলেন দুই উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি তুলে দেন কানাইঘাট ও জকিগঞ্জের প্রতিনিধিরা। তাদের দাবিগুলোর মধ্যে অগ্রাধিকার পাচ্ছেÑগ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মামুনুর রশীদ মামুন। বক্তব্য দেন জেলা বিএনপির ১ম সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল কক চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, “১৭ বছর ধরে দুই উপজেলার মানুষ রাষ্ট্রের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত। আজ আমরা এসেছি তাদের ন্যায্য অধিকার আদায়ের ডাক দিতে।”
মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকারি বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে এই প্রতিবাদ ছিল শান্তিপূর্ণ, তবে বার্তাটি ছিল স্পষ্টÑউন্নয়ন চাই, অবহেলা নয়।