ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যার পর গায়ে আগুন দিলো হত্যাকারী

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : : | প্রকাশ: ৬ মে, ২০২৫, ০৩:৪৬ পিএম
ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে  হত্যার পর গায়ে আগুন দিলো হত্যাকারী

পিরোজপুরের ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যার পর তাদের গায়ে আগুন লাগিয়েছে হত্যাকারী। সোমবার রাতে উপজেলার ধাওয়া গ্রামে নির্মম এ হত্যাকান্ডের  ঘটনা ঘটে। নিহতরা হলেন ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের নূর মোহাম্মদ আলীর স্ত্রী ফরিদা বেগম (৭০) ও তার মেয়ে চম্পা বেগম (৩৫)। হত্যার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত মোঃ ওবায়দুল হক খান বাদল (৪৫)। হত্যা কান্ডের ঘটনা নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ওসি আহমদ আনওয়ার।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মোঃ ওবায়দুল হক বাদল খান এর চার বিয়ে। এ বছরের ১৬ এপ্রিল চতুর্থ বিয়ে করেছে প্রতিবেশী চাচাতো বোন ভিকটিম চম্পাকে। এরপর থেকে স্ত্রী চম্পা, শাশুড়ি এবং প্রথম স্ত্রীর ছেলে ইয়াসিনকে (১০) নিয়ে এক সাথে  বাসবাস করতো বাদল। সোমবার রাত আনুমানিক ১১ টায় হঠাৎ চাপা শব্দ আর গোঙ্গানীতে ঘুম ভাঙ্গে ঘাতক বাদলের  ১০ বছরের ছেলে ইয়াসিনের। পাশের কক্ষে  গিয়ে দেখে বিছানা ও মেঝেতে রক্ত আর নিথর দু’টি দেহ পড়ে আছে খাটে। সে ভয়ে দৌড়ে গিয়ে পাশের বাড়িতে গিয়ে প্রতিবেশীকে জানায় যে, তার বাবা সৎ মা চম্পা ও চম্পার মা ফরিদা বেগমকে হত্যা করেছে। প্রতিবেশী চম্পার মামাতো বোন এবং প্রতিবেশী নাছিমা বেগম ঘরের মধ্যে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় দেখতে পায়। তখন তাদের শরীরে আগুন জ্বলছিল। এরপর হত্যাকারী সেখান থেকে পালিয়ে যায়। কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে সে বিষয়ে কেউই কিছু বলতে পারেনি। হত্যা কান্ড ঘটার পর থেকে শিশু পুত্র ইয়াসিনকেও পাওয়া যাচ্ছে না বলে স্থানীয়রা জানান। স্থানীয়দের ধারনা তাকে পাওয়া গেলে হয়তো হত্যার রহস্য উদঘাটন হতে পারে।


প্রতিবেশি নাসিমা বেগম জানিয়েছেন, চম্পার ছেলে দৌড়ে আমাদের ঘরে এসে বলে খালা মা আর নানিরে মাইরা ফেলাইছে। শুইনা আমি দৌড়ে গিয়ে দেখি চম্পার বুকের উপর আগুন জ্বলছে। এক বালতি পানি পেয়ে গায়ে ঢেলে দিয়ে আগুন নিভাইছি। সে সময় আমাদের দেখে বাদল পালিয়ে গেছে।

এ ব্যাপারে পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানিয়েছেন, হত্যাকান্ডের পর থেকে অভিযুক্ত মোঃ ওবায়দুল হক বাদল খান পলাতক রয়েছে। তবে বাদল ওই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়ে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে বলে তিনি জানান। তিনি জানিয়েছেন হত্যাকারীকে আচিরেই গ্রেফতার করা হবে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে কি কারণে নির্মম এ হত্যাকান্ড ঘটেছে এ বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ।  মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জােিয়ছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে