ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সোমবার দুপুরে পারিবারিক পুষ্টি বাগান পূনঃস্থাপনের জন্য ১২০ পরিবারের মাঝে মালামাল বিতরন করেছেন। পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী পূনঃস্থাপন ২০২৪-২০২৫ প্রকল্পর আওতায় উপজেলা কৃষক পরিবারের মাঝে বীনামূল্যে মালামাল বিতরন করা হয়। এসব মালামাল বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সাখাওয়াত হোসেন।
জানা যায়, এ প্রকল্পের আওতায় ওই দিন উপজেলার চারটি ইউনিয়নের মোট ১২০ পরিবারের মাঝে পুষ্টি বাগান পূনঃস্থাপনের জন্য মালামাল বিতরন করা হয়। প্রতিটি পরিবারে পুষ্টি বাগান গড়ার জন্য ২৫ প্রকারের তিন মৌসুমী সব্জির বীজ, একটি করে লেবু গাছের চারা ও পেয়ারা চারা, বাগান ঘেরা নেট ও প্রদর্শনী সাইনবোর্ড বিতরন করা হয়। এভাবে মোট ১২০ পরিবরের মাঝে ১২০ প্যাকেজ তিন মৌসুমী সব্জি বীজ, ১২০টি লেবু ও ১২০টি পেয়ারা চারা, ১২০পিচ নেট সহ ১২০টি প্রদর্শনী সাইনবোর্ড কৃষক পরিবারের মাঝে বীনামূল্যে বিতরন করা হয়।