সিরাজগঞ্জে রায়গঞ্জের ১নং ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী ও ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছানোয়ার হোসেনের বিরুদ্ধে দলীয় প্রভাবখাটিয়ে চাঁদাবাজি জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়,গত ০৮/০৪/২৫ তারিখে সিরাজগঞ্জ জেলা বিএনপি বরাবর, রমজান আলীর বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অপকর্মে লিপ্ত থাকার একটি অভিযোগ দায়ের করেন, ৮ নং ওয়ার্ড যুব দলের সাবেক সভাপতি আব্দুল মালেক। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর রমজান ও ছানোয়ার দলবল নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি শুরু করেন। খাস পুকুর দখল টাকার বিনিময়ে জমিজমার দরবার তিন ফসলি আবাদি জমিতে অবৈধ পুকুর কেটে মাটি বিক্রির অভিযোগও পাওয়া গেছে। কাজী ফার্মস নারিশ প্লানেট এগ্রো হাভাতিয়া প্রতাবদিঘী জেমস্ পুকুর সহ আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের কাছ থেকেও চাঁদা আদায় করছেন। ধামাইনগর ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জানান, রাশেদের মাধ্যমে আমরা দীর্ঘদিন কাজী ফার্মে শ্রমিক সরবরাহ করে মুরগির বিষ্ঠা (লিটার) পরিস্কারের কাজ করতাম। সরকার পতনের পর হঠাৎ করে রমজান আলী ও ছানোয়ার দলবল নিয়ে এ কাজে বাধা প্রদান করেন। ফলে ১৮ দিন কাজী ফার্মে কাজ বন্ধ থাকে। এতে সেই সময় শ্রমিকরা বেকার হয়ে পরেছিলেন। এক সমঝোতার মাধ্যমে রমজান ও ছানোয়ারকে বিনা শ্রমিকে বিষ্ঠা অপসারণের জন্য প্রতিমাসে ২০/৩০ হাজার টাকা লভ্যাংশ দিতে হচ্ছে। অপরদিকে, ১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমনকে স্ব-পদে বহাল রাখতে নিয়েছেন মোটা অংকের অর্থ। ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজীমুদ্দীন কাজী ও কৃষক দলের সহ-সভাপতি আমিনুল ইসলাম (ভূট্টু) একই ইউনিয়নের সাবেক সভাপতি রমজান আলীর ও ছানোয়ারের বিরুদ্ধে অনুরূপ অভিযোগ করেন। এই দুই নেতার অত্যাচারের অত্র ইউনিয়নের জনগণ অতিষ্ঠ এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বিধায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সিরাজগঞ্জ জেলা বিএনপির নিকট জোর দাবী জানান।