ইউসিবি বাফুফে জাতীয় ফুটবল লীগ অনুর্ধ -১৫ বরিশাল জোন এর ফাইনাল খেলা ৫ মে সোমবার বিকেল তিনটা ১৫ মিনিটে বরগুনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ৯০ মিনিটের ফাইনাল খেলায় বরিশাল জেলা - পিরোজপুর জেলা কে ২ -০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, বরগুনা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শফিউল আলম, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন, ইউসিবি ব্যাংক বরিশালের রিজিওনাল ম্যানেজার স্বপন কুমার আইচ। অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার নরেশ কুমার গাইন। বরগুনা প্রেসক্লাবের সহ সভাপতি হাফিজুর রহমান।