বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছেছেন। যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দেশে ফেরেন খালেদা জিয়া। তাঁর সঙ্গে দেশে ফেরেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তাঁর গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের বাসভবন ফিরোজায় যান। বিমানবন্দর থেকে ফিরোজায় যাওয়ার সময় পথে পথে খালেদা জিয়াকে স্বাগত জানান দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী। বেলা ১টা ২৫ মিনিটে তিনি ‘ফিরোজা’য় পৌঁছান।
এ সময় গুলশানের রাজপথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে পতাকা হাতে প্রিয় নেত্রীকে স্বাগত জানান
চাঁদপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. বশির আহমেদ খান রিপন, জেদ্দা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী মো. জয়নাল আবেদীন বেপারী ও চাঁদপুর পৌর বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চুসহ অন্যরা।
গুলশানের ফিরোজা ভবনের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে সেখানে ছিলেন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম,বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।
খালেদা জিয়ার আগমন উপলক্ষে সকাল থেকে ফিরোজাসংলগ্ন এলাকায় ভিড় করেন দলীয় নেতা-কর্মীরা। তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা ও দলীয় পতাকা। এ ছাড়া তাঁরা নানা ব্যানার-ফেস্টুন বহন করেন। তাঁরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
এ সময় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষ থেকে পতাকা হাতে নিয়ে স্লোগান দেন জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আহমেদ খান রিপন, জেদ্দা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মো. জয়নাল আবেদীন সহ উপস্থিত নেতাকর্মীবৃন্দ।
বেগম খালেদা জিয়া তার দুই পুত্রবধূ সহ গুলশানের বাসায় অবস্থান করা পর্যন্ত চাঁদপুরের উল্লেখিত নেতৃবৃন্দকে কেন্দ্রীয় নেতাদের সাথে সেখানে উপস্থিত থাকতে দেখা যায়।