পিরোজপুরের জিয়ানগর উপজেলা শাখার জিয়া মঞ্চের ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (০৬ মে) পিরোজপুর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মোঃ আরিফুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান শেখ ও সদস্য সচিব আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মোঃ নাজমুল হাসানকে আহ্বায়ক এবং মোঃ মনিরুজ্জামান খানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৯০ দিনের মধ্যে তাদের উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠন করে পিরোজপুর জেলা শাখার দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।