কোম্পানীগঞ্জে বিএনপি নেতা মামুনকে নিয়ে দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রকাশ

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : | প্রকাশ: ৭ মে, ২০২৫, ০১:৫৯ পিএম
কোম্পানীগঞ্জে বিএনপি নেতা মামুনকে নিয়ে দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রকাশ

এবার কোম্পানীগঞ্জে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ চলছে। তাকে শুভেচ্ছা জানাতে অনেকেই ভীড় করছেন তার বাড়িতেও।  নোয়াখালী জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন। এজন্য কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে এই সাবেক তুখোড় ছাত্রনেতাকে নিয়ে নেতা-কর্মীরা আনন্দ- উল্লাস প্রকাশ করছেন। রীতিমত ওই খবরে তার অনুগতদের মধ্যে আনন্দের বন্যা চলছে। 

দলীয় সূত্রে জানা গেছে, বসুরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সদ্য ঘোষিত নোয়াখালী জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হয়েছেন। গতকাল থেকেই এই খবর ছড়িয়ে পড়লে  উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীরা আব্দুল্লাহ আল মামুনকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে অনেকেই উচ্ছাস প্রকাশ করছেন। আবার অনেকেই বসুরহাট পৌরসভায় অবস্থিত তার  বাড়িতেও ফুলেল  শুভেচ্ছা জানাতে ছুটে যাচ্ছেন। এ সময় আব্দুল্লাহ আল মামুন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জেলার নেতৃবৃন্দের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে আগামীতে যেকোনো পরিস্থিতিতে দলীয় নেতা-কর্মীদের তিনি পাশে থাকার প্রতিশ্রুতিও দিচ্ছেন। 

এরই মধ্যে কেউ কেউ আব্দুল্লাহ আল মামুনকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক করার জন্য কেন্দ্রীয় এবং জেলার নেতৃবৃন্দের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে  সুদৃষ্টি আকর্ষণ করেন। তারা মনে করেন, এই কারা নির্যাতিত নেতা  উপজেলা পর্যায়ে দলের দায়িত্ব পেলে দলের অবস্থান আগের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী হবে। নেতা কর্মীরাও মূল্যায়ন পাবেন। বুধবার সকালে মুঠোফোনে আব্দুল্লাহ আল মামুন এই প্রতিনিধিকে বলেন, দলীয় নেতা-কর্মীদের পাশে আগে যেভাবে ঐক্যবদ্ধভাবে ছিলাম; ভবিষ্যতেও থাকবো। শুধু সবার দোয়া এবং ভালোবাসা  চাই।

আপনার জেলার সংবাদ পড়তে