কাহারোলে কোটি টাকা ব্যয়ে রেগুলারটি অকেজ

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ৭ মে, ২০২৫, ০৩:২২ পিএম
কাহারোলে কোটি টাকা ব্যয়ে রেগুলারটি অকেজ

দিনাজপুরের কাহারোল উপজেলা ৬নং রামচন্দ্রপুর ইউপির বলরামপুর ও সরঞ্জা থেকে প্রবাহিত বলরামপুর জলডারার উপর নির্মিত কোটি টাকা ব্যয়ে রেগুলারটি কৃষকের ও জনসাধারনের কোন কাজে আসছে না। এলাকাবাসী ও বলরামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ মাসুদ রানা, জামাল উদ্দীন, খায়রুল, দেলোয়ার সহ অনেকে জানান, ২০১২ সালে এলাকার কৃষকদের সেচের সুবিধা ও পূর্ণ ভর্বা নদীর বন্যার হাত হতে রক্ষার জন্য কোটি টাকা ব্যয় রেগুলারটি নির্মান করেন দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড। সঠিক পরিকল্পনার অভাবে তৈরী ২ মাস পরেই রেগুলারেটরের দুই পার্শ্বে ভেঙ্গে যাওয়ার কারনে রেগুলারের উপর দিয়ে সাধারন লোকজন ও কৃষকেরা তাদের জমির ধান, ভূট্রা সহ বিভিন্ন ফসল আনতে পারেন না। অপরিকল্পিত ভাবে রেগুলারটি নির্মানের ফলে কোন কাজে আসছে না কৃষকদের। 

এদিকে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন) বলেন, নতুন করে একটি ব্রীজ তৈরী করা হবে পূর্বের রেগুলাটির পূর্ব দিকে। সেটি তৈরী করা হলে এলাকার লোকের চলাচল সুবিধা হবে। 

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ জানান, সরঞ্জা বলরামপুর জল ডারাটি খনন করা হবে এবং পরিত্যাক্ত রেগুলারটির অল্পকিছু পূর্বে একটি ব্রীজ তৈরী করা হবে। তিনি আরও জানান, অল্প কিছু দিনের মধ্যে খনন ও ব্রীজ নির্মানের কাজ শুরু হবে বলে আশা করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে