ভারতকে ইসরায়েলের সমর্থন

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৭ মে, ২০২৫, ০৭:৩৫ পিএম
ভারতকে ইসরায়েলের সমর্থন

পাকিস্তানে ভারতীয় হামলায় বেশ কয়েক জন নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন অনেকে। এরই পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তান। তবে দুই দেশের এমন অতর্কিত হামলার মধ্যে দিয়েই ভারতের পক্ষে মন্তব্য করেছেন ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার।

বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, “পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাকিস্তানের ওপর ভারত ‘অপারেশন সিন্দুর’ নামে যে সামরিক অভিযান চালিয়েছে, তার প্রতিক্রিয়ায় ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেছেন, ভারতের আত্মরক্ষার অধিকার আছে। ভারতের এ আত্মরক্ষার অধিকারকে ইসরায়েল সমর্থন করে।”

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) লেখেন, “সন্ত্রাসীদের অবশ্যই জানতে হবে যে নিরীহ মানুষের ওপর বর্বরতার পর তাদের লুকানোর জন্য কোনো আশ্রয়স্থল নেই।”

এদিকে দুই সপ্তাহ ধরে চলা হুমকি-ধমকির পর বুধবার (৭ মে) ভোরে পাকিস্তানের আজাদ কাশ্মীরের কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ভারত। প্রতিক্রিয়ায় হামলার জবাব দিতে উঠেপড়ে লেগেছে পাকিস্তানও।

এরই মধ্যে ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টা জবাব দেওয়ার জন্য পাকিস্তান সেনাবাহিনীকে নীতিগত অনুমতি দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে এনএসসির এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। খবর দ্য ডনের।