কক্সবাজারে শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের নতুন কার্যকরী কমিটি গঠিত

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : : | প্রকাশ: ৮ মে, ২০২৫, ০২:৪১ পিএম
কক্সবাজারে শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের নতুন কার্যকরী কমিটি গঠিত

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে প্রধান উপদেষ্টা করা হয়েছে সজীব কুমার দে’কে। অন্যান্যদের মধ্যে প্রতিষ্টাতা সভাপতি সাধনা দাশ, কার্যকরী সভাপতি অজিত শর্মা, সিনিয়র সহ সভাপতি এডভোকেট ছোটন কান্তি শীল সাধারণ সম্পাদক ডাঃ অনুপম পাল এবং কোষাধ্যক্ষ রাজীব দাশ রাজু। নতুন কমিটির কার্যকরী সভাপতি অজিত শর্মা এবং সাধারণ সম্পাদক ডাঃ অনুপম পাল বিজিবি ক্যাম্প এলাকার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের পাশে প্রতিষ্ঠিত শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি এই লোকনাথ সেবাশ্রমের নির্মাণ কাজ সম্পন্ন করতে সবার আর্থিক সহযোগিতাও কামনা করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW