মাদকের মামলায় পিরোজপুরের এক আদালত ২ মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোক্তাগীর আলম আজ বৃহস্পতিবার দুপুরে ওই আদেশ দেন। আদেশে আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাস করে সশ্রম কারাদন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো জেলার ভান্ডারিয়া উপজেলার আরাফাত আল আহসান ও ইকবাল মল্লিক। রায় ঘোষনার সময় আসামীদ্বয় পলাতক ছিলো। মামলায় ৮ আসামীর বাকী ৬ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত তাদেরকে বেকসুর খালাস দেন।
আদালতে রাষ্ট্র পক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. ওয়াহিদ হাসান বাবু জানিয়েছেন, ভান্ডারিয়া উপজেলা সদরের জনৈক মাইনুল শরীফের বাড়ীতে আসামীরা ইয়াবা কেনাবেচা করতো। ২০১৪ সালের ২৯ অকটোবর গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানার এএসআই মোঃ নূর আমিন একদল পুলিশ নিয়ে ওই বাড়ীতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬ জন পালাতে সক্ষম হলেও দন্ডপ্রাপ্তরা পুলিশের হাতে আটক হয়। পরে এএসআই নূর আমিন ৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। সাক্ষ্য প্রমানে দু’জন দোষী সাব্যস্ত হলে আদালত তাদের ওই দন্ড দেন এবং অপরাধ প্রমানিত না হওয়ায় বাকীদের খালাস দেন।