সয়াবিন ব্যবসায়ী রহিম মাঝিকে মারধর করে ৩ লাখ ৬৩ হাজার ৭০ টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নের মান্দ্রা তরকুশুরিয়া গ্রামের।
বৃহস্পতিবার সকালে হিজলা থানার সদ্য যোগদানকৃত ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী রহিম মাঝি অভিযোগ করে বলেন, বুধবার সকালে সয়াবিন ক্রয়ের উদ্দেশ্যে আমি পার্শ্ববর্তী ইউসুফ হাওলাদারের বাড়িতে যাচ্ছিলাম। পথিমধ্যে স্থানীয় মনির পাটোয়ারীর বাড়ির সামনে পৌঁছলে একই গ্রামের আনোয়ার পাটোয়ারী, শরীফ পাটোয়ারীসহ তাদের অন্যান্য সহযোগিরাআমার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমাকে মারধর করে হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগের মধ্যে ৩ লাখ ৬৩ হাজার ৭০ টাকা ছিলো বলেও তিনি উল্লেখ করেন। এ ঘটনায় বুধবার (৭ মে) দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে আনোয়ার পাটোয়ারীর সাথে যোগাযোগ করা হলে তিনি টাকা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করলেও অকপটে মারধরের কথা স্বীকার করে বলেন, এটা আমার এলাকা, এখানে সয়াবিন ক্রয় করতে হলে মনপ্রতি ৫০ টাকা করে আমাকে দিতে হবে, নতুবা সয়াবিন ক্রয় করতে দেয়া হবে না।