কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে অসময়ে নদীভাঙ্গনে শতশত একর ফসলী জমি, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, নূরানী মাদ্রাসা, ঘর-বাড়িসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। ব্রহ্মপুত্র নদে পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় এ ভাঙ্গন দেখা দেয়। উপজেলার চিলমারী ইউনিয়নের শাখাহাতি, মনতোলা, কড়াইবরিশাল এলাকায় এ ভাঙ্গন দেখা দিয়েছে। গত ৭দিনের ভাঙ্গনে শাখাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাখাহাতি নুরাণী হাফেজীয়া মাদ্রাসা, প্রায় ৫০টি বসতবাড়ি, মসজিদ, পাকা রাস্তাসহ শতশত একর ফসলী জমি নদীগর্ভে বিলিন হয়েছে। ভাঙ্গনের হুমকীর মুখে রয়েছে পল্লী বিদ্যুতের শাখাহাতি সাব স্টেশন, মনতোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কাঁচা পাকা রাস্তা গাছপালা ফসলী জমি ও বসতবাড়ি। শাখাহাতি এলাকার নদীভাঙ্গনের শিকার নুর আলম দুলু (৫০) জানান, ব্রহ্মপুত্র নদে অসময়ে পানি বৃদ্ধি পেয়ে ভাঙ্গনের সৃষ্টি হয়ে আমার বসতভিটা ও এলাকার ৫০টি বাড়ি নদীগর্ভে বিলিন হয়েছে। মনতোলা এলাকার নুর ইসলাম জানান, এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য বসতবাড়ি ফসলি জমি বিলিন হওয়ার সম্ভাবনা রয়েছে। চিলমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম জানান, ভাঙ্গনের শিকার ৫০টি পরিবারের লোকজন শাখাহাতি ফ্রেন্ডশীপ আশ্রায়ণ কেন্দ্র ও মানুষমারা সরকারি আশ্রায়ণ কেন্দ্রে মানববেতর জীবন যাপন করছে।