সিলেট স্টেশন ক্লাবে বর্ণিল সাজে বর্ষবরণ উৎসব

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ৮ মে, ২০২৫, ০৭:০০ পিএম
সিলেট স্টেশন ক্লাবে বর্ণিল সাজে বর্ষবরণ উৎসব

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সিলেট স্টেশন ক্লাবে মহিলা উপ-পরিষদের আয়োজনে এক মনোমুগ্ধকর বর্ষবরণ উদযাপন উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) সন্ধ্যায় ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও ক্লাব সদস্যদের পরিবারবর্গের সম্মিলন।

অনুষ্ঠানে সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট শাহ মো. মোসাহিদ আলী এডভোকেট এর সভাপতিত্বে ও মহিলা উপ-পরিষদের আহ্বায়ক মৌসুমী সেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার শ্রী চন্দর শেখর।

বক্তব্যে ভারতীয় সহকারী হাই কমিশনার বলেন, বাঙালি সংস্কৃতি অনেক সমৃদ্ধ। বাংলাদেশের মানুষ এই সংস্কৃতিকে হৃদয় দিয়ে লালন করেন। বাংলা নববর্ষের অনুষ্ঠান বাঙালির প্রাণের উৎসব।  সিলেট ষ্টেশন ক্লাবের মহিলা উপ-পরিষদের বাংলা নববর্ষের এ আয়োজনে আমাকে আমন্ত্রণ করায় আমি কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করছি। ক্লাব সদস্যদের পরিবারের সদস্যদের মনোমুগ্ধকর পরিবেশনা এবং অনুষ্ঠানটির আন্তরিক পরিবেশ আমাকে অভিভূত করেছে। এ ধরনের সাংস্কৃতিক বিনিময় দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।”

তিনি আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ত্রিপুরাসহ অন্যান্য প্রদেশে যেখানে বাঙালি আছেন সেখানে বাংলার সুন্দর এমন উৎসব সর্বজনীন আনন্দ দেয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে বাঙালি উৎসবের যে মেলবন্ধন তা সবাইকে প্রাণিত করে। আমাদের এ সাংস্কৃতিক বন্ধন অটুট থাকুক।

তিনি বলেন, ভারতে চিকিৎসার জন্য সিলেটের কেউ ভিসার আবেদন করলে বিশেষ গুরুত্বের সঙ্গে হাইকমিশন বিবেচনা করবে। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাইকমিশনের দ্বিতীয় সচিব (শিক্ষা, প্রেস, বাণিজ্য ও সংস্কৃতি) মানস কুমার মুস্তাফী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমেদ এডভোকেট, মহবুব আহমদ চৌধুরী, ক্লাবের ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগের পরিচালক মো. আব্দুল্লাহ আহমদ, সাংস্কৃতিক বিভাগের পরিচালক এএস মিজানুর রহমান, আপ্যায়ন বিভাগের পরিচালক রাফি ইব্রাহিম।

এছাড়াও উপস্থিত ছিলেন, ক্লাবের মহিলা উপ-পরিষদের উপদেষ্টা নাজনীন হোসেন, সদস্য রেজোনা ইসলাম চৌধুরী, রওনক জাহান এবং বিদ্যুৎ প্রভা সাহা, রেবেকা ইয়াসমিন, শাম্মী আক্তার, অর্চনা বণিক, কৃষ্ণা রাণী চন্দ, সানজিদা খানম প্রমুখ।

ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক পরিবেশনায় ছিল নৃত্য, সংগীত, আবৃত্তি এবং মঞ্চনাটক। সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে ক্লাবের মহিলা উপ-পরিষদের সদস্যরা তাদের প্রতিভা ও সৃজনশীলতা দিয়ে অনুষ্ঠানটি সাজিয়ে তোলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও আলোচনায় অতিথিরা বাঙালির কৃষ্টিকে ধারণ করে এমন আয়োজনের প্রশংসা করেন। রাত ৮টা ১০ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠান শেষ হয় রাত ১১টায়।

আপনার জেলার সংবাদ পড়তে