দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে মাঠে চলছে আগাম জাতের আলু তোলা। গতকাল শুক্রবার সকাল ৮টায় রাজধানী কারওয়ান বাজার এর ব্যবসায়ী আলু ক্রয় করেছেন উপজেলার কাজিকাঠনা এলাকায়। কৃষক মঙ্গলু জানান, এবার তিনি ৫০ শতক জমিতে আগাম জাতের আলু চাষ করে খরচ বাদদিয়ে লাভ হয়েছে প্রায় ১ লক্ষ টাকা। একই গ্রামের কৃষক আফজাল ৩০ শতক জমি আগাম জাতের আলু চাষ করে খরচ বাদে লাভ হয়েছে ৭০ হাজার টাকা। কৃষকেরা জানান, এবার আলুর বীজের দাম বেশী থাকায় উৎপাদন খরচ গত বছরের তুলনায় এবছর খরচ বেশী হয়েছে। তবে গতবছর এই সময় প্রতি কেজি আলু বিক্রি হয়েছিল মাঠে ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে। গতকাল শুক্রবার প্রতি কেজি আলু বিক্রি হয়েছে আলুর ক্ষেতে ৬০ টাকা কেজি। কাহারোল উপজেলায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি রবি মৌসমে আলু চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২হাজার ৫শত ৮০ হেক্টর। আগাম জাতের প্রায় ৭ শত হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। কাহারোল উপজেলা কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের কৃষি বিদ কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ বলেন, উপজেলায় আগাম জাতের আলুর বাম্পার ফলন হয়েছে বর্তমানে বাজারে দাম বেশী। কৃষকদের উৎপাদন খরচ বাদ দিয়ে লাভ হচ্ছে। কৃষি বিভাগ আলু উৎপাদনে সকল প্রকার সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন কৃষকদের জাতে আলু চাষ করে কৃষকেরা লাভবান হতে পারেন।