ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ আনসার আলী (২২) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি কালীগঞ্জ কাশিপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে কাশিপুর রেলগেট এলাকা থেকে ৬৯ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি আনসার দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করতো। সে এর আগেও একাধিকবার মাদকসহ আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, জেলা পুলিশ সুপার মনজুর মোরশেদ (বিপিএম) এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানের নির্দেশনায় বিভিন্ন স্থানে পুলিশ মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।
কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে, মামলা নং-১০/৮১ আসামীকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।