আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) :
| আপডেট: ১২ মে, ২০২৫, ০২:১১ পিএম | প্রকাশ: ৯ মে, ২০২৫, ০১:৫৫ পিএম
আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার উচ্চতর একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী প্রভাষক সুভাষ চন্দ্র সিংহ ও লক্ষ্ণী নারায়ণ সিংহের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রুলু, পৌর বিএনপির আহবায়ক সোয়েব আহমেদ, যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন তাজু, প্রত্যুষ ধর, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন, কমলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জমির আহমেদ জয় প্রমুখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী আর্দিত সিংহ, শিক্ষক জয়ন্ত কুমার সিংহ।

আপনার জেলার সংবাদ পড়তে