ইন্দুরকানীতে আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ২

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : : | প্রকাশ: ৯ মে, ২০২৫, ০১:৫৯ পিএম
ইন্দুরকানীতে আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ২

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুল আহসান (৫৫) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রাসেল হাওলাদারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। 

জানা যায়, ইন্দুরকানী থানায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত মো. কামরুল আহসান স্থানীয় ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হাসান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে