শরণখোলার লোকালয়ে উদ্ধার হরিণ সুন্দরবনে অবমুক্ত

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ৯ মে, ২০২৫, ০৩:৫০ পিএম
শরণখোলার লোকালয়ে উদ্ধার হরিণ সুন্দরবনে অবমুক্ত

শরণখোলায় লোকালয়ে উদ্ধার করা হরিণ শুক্রবার দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বকুলতলা গ্রামের একটি বাগান থেকে হরিণটি উদ্ধার করেন ওয়াইল্ড টিমের সদস্যরা।

বনবিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ই মে) সকালে শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন হাওলাদারের বাগানের মধ্যে এলাকাবাসী একটি বাচ্চা হরিণ দেখতে পায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন ওয়াইল্ড টিমের শরণখোলার  টিম লিডার মোঃ আলম হাওলাদার ও ভিটিআরটির সদস্য মোঃ হাসান মুন্সি ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেন। উদ্ধার করা হরিণটি তারা সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যান। বাচ্চা হরিণটি লোকালয়ের অতি কাছে সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে  গ্রামের বাগানে  এসে থাকতে পারে বলে আলম হাওলাদার বলেন।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, বকুলতলা গ্রামের বাগানে পাওয়া আনুমানিক দুই বছর বয়সী হরিণ শাবকটি শুক্রবার দুপুরে রেঞ্জ অফিস সংলগ্ন সুন্দরবনে ছেড়ে দেয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে