উপজেলার ৫নং বিরল ইউনিয়নের মোখলেশপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত অভিভাবক ও সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের নবনির্বাচিত সভাপতি মোঃ সাদেক আলী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান আলী'র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাজমুল হকের সঞ্চালনায় অভিভাবক ও সূধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক ইসহাক আলী, সাবেক সহকারী শিক্ষক আব্দুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী ও দিনাজপুর নার্সিং কলেজের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল, ৮নং ওয়ার্ড সদস্য (মেম্বার) শাহিনুর ইসলাম সাইদুর, সহকারী শিক্ষক মোজাহার আলী, বেলায়েত হোসেন, অভিভাবক সদস্য মনোয়ার হোসেন, সূধীজন লুৎফর রহমান, হাচির মোল্লা, আকরাম হোসেন, হায়দার আলী প্রমূখ।
সকলের সমন্বয়ে দেশ গঠনে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান বক্তারা। একইসাথে প্রতিষ্ঠান থেকে ভালো ফলাফল প্রত্যাশা করেন অভিভাবকবৃন্দ। শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে সন্তানকে আদর্শ, দেশপ্রেমিক এবং নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষক মণ্ডলী।