বগুড়ার নন্দীগ্রামে নতুন ইনচার্জ হিসেবে থানায় যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মোজাহারুল ইসলাম। আগের ওসি তারিকুল ইসলামকে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গত বুধবার রাতে থানার নবাগত ওসি দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সদস্যরা। নবাগত ওসি মোজাহারুল ইসলাম রংপুর জেলার বাসিন্দা। তিনি বগুড়া জেলা পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।
থানার নয়া ওসি মোজাহারুল ইসলাম বলেন, এ উপজেলায় মাদক, জুয়া, ধর্ষণ, ছিনতাই, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডসহ সব ধরনের অপরাধ প্রবণতা রোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।