আ’লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে সিলেটে এনসিপি ও ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ৯ মে, ২০২৫, ০৭:৫৯ পিএম
আ’লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে সিলেটে এনসিপি ও ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা এবং দলটিকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শুক্রবার (৯ মে) বিকেল ৩টা থেকে এ কর্মসূচি শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন এবং ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো’সহ নানা স্লোগানে কর্মসূচি প্রকম্পিত হয়ে ওঠে।

অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ‘জুলাই গণহত্যা’র জন্য দায়ী। তারা দাবি করেন, এই ঘটনার বিচার নিশ্চিত করে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

আন্দোলনরত নেতাকর্মীরা জানান, রাজধানীতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে ছাত্র-জনতা অবস্থান কর্মসূচি শুরু করেছে। তারই অংশ হিসেবে এবং সংহতি জানিয়ে তারা সিলেটেও এই কর্মসূচি পালন করছেন। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে এই কর্মসূচি চলমান থাকবে বলেও তারা জানান।

বক্তারা আরও বলেন, দেশের জনগণের ওপর দমন-পীড়ন, ভোটাধিকার হরণ এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য আওয়ামী লীগের বিচার প্রয়োজন। দলটিকে নিষিদ্ধ না করলে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর শহীদদের রক্তের সাথে বেঈমানি হবে। সেইসঙ্গে দেশে কোনো সত্যিকারের গণতন্ত্রও প্রতিষ্ঠা পাবে না।

আপনার জেলার সংবাদ পড়তে