গতকাল সন্ধ্যায় নোয়াখালীর চৌমুহনী-লক্ষীপুর সড়কের বেগমগঞ্জ আমিন বাজার নামক স্থানে ট্রাক- সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মা ও তার শিশুকন্যা নিহত হয় এবং এ সময় আহত হয়েছে আরো ২ জন। তবে নিহত জামিলা সুলতানা ইনু'র পরিবারের দাবি পরিকল্পিত ভাবে তাদের মেয়ে ও নাতনীকে হত্যা করেছে তার স্বামী সিএনজি চালক আবদুর রহমান।
বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের কর্মকর্তা ডাঃ অসিম কুমার দাস বলেন, গতকাল সন্ধ্যায় সড়কে দুটি গাড়ির মধ্যে এ দুর্ঘটনা ঘটে । এরপর এলাকাবাসীর সহযোগিতায় গাড়িসহ হাসপাতালে সিএনজি আরোহী জামিলা সুলতানা ইনু (২০) ও তার শিশু কন্যা ফাতেমাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে ধারনা করা হচ্ছে পথিমধ্যে দুজনেরই মৃত্যু হয়।
এ দিকে জামিলার বিয়ের পর থেকে স্বামী আবদুর রহমান এর সাথে পারিবারিক কলহ লেগেই ছিল বলে তাদের পরিবারের অভিযোগ। তারা আর ও জানায় আবদুর রহমান সব সময় হুমকি দিত তার স্ত্রীকে যে কোনো ভাবে খুন করে ফেলবে। ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি আটক করা হয় হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানায়। পুলিশ লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে।