জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলার গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা বেগম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহর লাল পাল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. চুন্নু ফকির, জাহাঙ্গীর হোসেন, মোস্তফা কামাল, সাইদুর রহমান প্রমুখ। সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।