বাঘায় বিস্ফোরক মামলায় গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ১০ মে, ২০২৫, ০৪:৫৪ পিএম
বাঘায় বিস্ফোরক মামলায় গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা

c শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতনশী গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ফকরুল হোসেন বিপ্লব বাঘা পৌরসভার গাওপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সিফাত রেজা বলেন, গোপন খবরে ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জোতনশী গ্রামের শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার (১০ মে) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ফকরুল হোসেন বিপ্লবের নামে ককটেল বিস্ফোরণসহ আরও চারটি মামলা রয়েছে।

বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, ‘গত ১৭ জানুয়ারি রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়। এ ঘটনায় হওয়া মামলায় বিপ্লবের নাম রয়েছে। সেই মামলার তাকে গ্রেফতার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে