কক্সবাজারে বৈশাখী ট্রায়াথলন ২০২৫ অনুষ্ঠিত

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : : | প্রকাশ: ১০ মে, ২০২৫, ০৫:৩৪ পিএম
কক্সবাজারে বৈশাখী ট্রায়াথলন ২০২৫ অনুষ্ঠিত

কক্সবাজারে বৈশাখের প্রানবন্ত উৎসব "ঝরিস, জরফব, জঁহ - ইড়রংযধশযর ঋঁহ!" মূলমন্ত্রে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী ট্রায়াথলন-২০২৫। বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহায়তায় দশ মে শনিবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উখিয়ার রেজু খাল থেকে বেওয়াচ, লাল কাঁকড়া বিচ ও পাটুয়ারটেক পর্যন্ত বিস্তৃত এ আয়োজনের মূল লক্ষ্যই ছিল শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও সহিষ্ণুতা অর্জনের পাশাপাশি পর্যটনকে উৎসাহিত করা।

একঝাঁক উদ্যমী ক্রীড়াবিদের অংশগ্রহণে অংশগ্রহণকারী সাঁতারু, সাইক্লিস্ট এবং দৌড়বিদ ছাড়াও  ১ জন বিদেশী নাগরিক এতে অংশ নেন।

 শেষে জিওসি ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় ২টি ক্যাটাগরিতে ২ জন নারী এবং ১৯৬ জন পুরুষ অংশ নেন। প্রফেশনাল ক্যাটাগরিতে নারী এবং পুরুষদের মধ্যে বিজয়ী হয়েছেন মো: শামসুজ্জামান এবং ফেরদৌসী আক্তার মারিয়া। অ্যামেচার ক্যাটাগরি গ্রুপে পুরুষদের মধ্যে বিজয়ী  হয়েছেন মো: মহি উদ্দিন । অংশগ্রহণকারীরা স্মারক ক্রেস্ট, ট্রায়াথলন মেডেল ও একটি ই-সার্টিফিকেট প্রাপ্ত হন।

বৈশাখী ট্রায়াথলন পর্যটন শহর হিসেবে কক্সবাজারের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি সর্বসাধারণের মনোদৈহিক সুস্থতা বজায় রাখতে যথেষ্ট উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করেছে। যা স্থানীয় জনগণ এবং পর্যটকদের নিকট অত্যন্ত গ্রহণযোগ্যতা পেয়েছে বলে মনে করছেন আয়োজকরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW