মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার উপজেলা নির্বাহী অফিসার এর সভা কক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সভাপটিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার। অন্যান্য দের মধ্যে আলোচনায় অংশ নেন ঈশাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি মোঃ মাহবুবুর রহমান সহকারী থানা শিক্ষা অফিসার আব্দুস সালাম ঈশাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান রসুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আক্তার কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান জামাল হোসেন প্রমুখ। এর আগে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।