আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, ‘জুলাই গণহত্যা’র বিচার এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে সিলেটে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র, বাংলাদেশ ছাত্র শিবিরসহ বিভিন্ন সংগঠন ও সাধারণ জনতা।
শনিবার (১০ মে) দুপুর আড়াইটা থেকে সিলেটের কেন্দ্রীয় এলাকায় মিছিল নিয়ে অবস্থান নেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। "আওয়ামী লীগ নিষিদ্ধ করো", "জুলাই গনহত্যার বিচার চাই"-এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহীদ মিনার এলাকা। সড়কের মধ্যখানে বসে পরেন আন্দোলনরত শতাধিক শিক্ষার্থী। মাজখানে লাল সবুজের জাতীয় পতাকার চারদিক ঘিরে নানা প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন শতাধিক তরুণ-তরুণী।
অবস্থানকারী শিক্ষার্থীদের অভিযোগ, আওয়ামী লীগ ‘জুলাই গণহত্যা’র জন্য প্রত্যক্ষভাবে দায়ী এবং গণতন্ত্রবিরোধী আচরণের মাধ্যমে দেশের মানুষের মৌলিক অধিকারকে হরণ করেছে। দোষীদের বিচারের আওতায় এনে দলটিকে নিষিদ্ধ ঘোষণা না করা হলে ‘গণঅভ্যুত্থান’-এর শহীদদের রক্তের প্রতি অবিচার করা হবে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, রাজধানী ঢাকার শাহবাগে চলমান কেন্দ্রীয় অবস্থান কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেই সিলেটে এই কর্মসূচি পালিত হচ্ছে। তারা বলেন, এই কর্মসূচি শুধুই প্রতিবাদ নয়, বরং এটি একটি ঐতিহাসিক আন্দোলনের সূচনা।