বরিশাল নগরী কাউনিয়া বিসিক এলাকায় এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ও সহায়তা করার অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-একটি এলাকার মো. বাবুল, সঞ্চয় দেবনাথ, আসাদ ও সালমা আক্তার। তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি মো. নিশাত এজাহারের বরাত দিয়ে জানান, গ্রেপ্তারকৃত নারীর মাধ্যমে গত ২৪ এপ্রিল দিবাগত রাতে নির্যাতিতা কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে পলাতক আসামি শামিমসহ গ্রেপ্তারকৃত অপর তিনজনে দলবদ্ধভাবে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে প্রথমে স্থানীয় কতিপয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাঁপা দিতে মরিয়া হয়ে ওঠে। পরবর্তীতে কাউনিয়া থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত চারজনকে গ্রেপ্তার করেছে।