রাজিবপুরে সাবেক প্রতিমন্ত্রীর স্থাপনা গুড়িয়ে দেওয়া মালামাল উধাও

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১০ মে, ২০২৫, ০৮:০৬ পিএম
রাজিবপুরে সাবেক প্রতিমন্ত্রীর স্থাপনা গুড়িয়ে দেওয়া মালামাল উধাও

ভ্রাম্যমান আদালত বসিয়ে পতিত সরকারের  সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এর অবৈধ স্থাপনা গুড়িয়ে  দেওয়া ২টি ঘরের মালামাল উধাও হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।

জানা গেছে, চলতি  বছরের গত  ৯ এপ্রিল কুড়িগ্রামের  চর রাজিবপুর  উপজেলার পোষ্ট অফিস রোডের পূর্বপাশে   ২টি টিনের দোকান ঘর  বুলডুজার দিয়ে গুরিয়ে দেয় দায়িত্ব প্রাপ্ত ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার  ভুমি জাহাঙ্গীর আলম  বাবু।সাম্প্রতিক কালে বদলি হয়েছে  তিনি।

উক্ত জব্দকৃত মালামাল গুলো নিলামে না দিয়ে ভুমি অফিসের  তৎতৃবাবধানে রেখে দেয়।সুযোগ বুঝে সেগুলো উধাও করে আত্নসাত করে। এ ব্যাপারে উক্ত কর্মকর্তার মোবাইলে  যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

তবে এ ব্যাপারে চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে এলাহী ক্ষুদে বার্তায় জানান,তিনি  (সহকারি কমিশনার ভুমি)কি ভাবে নিষ্পত্তি করেছে,তাকে বলতে হবে।

উল্লেখ্য পতিত আওয়ামী লীগ সরকার থাকাকালীন জাকির হোসেন এমপি অবৈধ সম্পদ ও সম্পত্তি সাধারণ  মানুষকে ভয়ভীতি দেখিয়ে  অথবা জবর দখল করে স্থাপনা নির্মাণ করেছিল।

আপনার জেলার সংবাদ পড়তে