প্রায় পাঁচ বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রকৌশলী খালেদ মাহবুব শ্যামলকে সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আজ শুক্রবার (৯ মে) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিসিয়াল ফেসবুক পেইজে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এই কমিটিতে স্থান পেয়েছেন নাসিরনগর উপজেলার ৯ নেতা।
উক্ত কমিটিতে নাসিরনগর থেকে বিভিন্ন পদে যারা স্থান পেয়েছেন তারা হলেন-উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মো: ইব্রাহিম ভূইয়া রেনু,সহ-সভাপতি জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন,চিকিৎসক মো.মেজবাহউদ্দিন চৌধুরী,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: শফিকুল ইসলাম,সহ-কোষাধ্যক্ষ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিরুল হোসেন চকদার,সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক ডা: কিবরিয়া চৌধুরী পাবেল.সদস্য হলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান,সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিন ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী।