বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার খুন্না বাজারের জেলা পরিষদ ডাকবাংলো সংলগ্ন হিজলা মুলাদী সড়কে কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। হিজলা নদী ও ভূমি রক্ষা কমিটির আহবায়ক ভাষা সৈনিক নায়েব আঃ কুদ্দুস,র সভাপতিত্বে হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, বিভিন্ন সময়ে প্রমত্ত মেঘনার ভাঙনে হিজলা উপজেলার ফসলী জমি,বসত বাড়ি,শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলিন হয়েছে। দীর্ঘ দিনেও ভাঙনরোধে কার্যকরী কোন পদক্ষেপ নেয়া হয়নি। ভূমি রক্ষায় ৬ শত ৩০ কোটি টাকার নদী বাধ প্রকল্পের কাজ চলমান। অপর দিকে সৈয়দ খালী পয়েন্টে একটি বালুমহল ইজারা প্রদান করেছে প্রশাসন। স্থানীয়দের দাবি মেঘনা নদীর বালু উত্তোলনের ফলে চরের ফসলী জমি, বাড়ি ঘর, শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, অবিলম্বে বালু উত্তোলন বন্ধের দাবি জানান। একশত একর পরিধি নিয়ে বালু উত্তোলনের কথা থাকলেও বাল উত্তোলন হচ্ছে হাজার একর পরিধি নিয়ে। এভাবে বালু উচ্চারণ করলে মেঘনার ভাঙন রোধ করা সম্ভব হবে না। মেঘনার ভাঙ্গন রোধ করতে না পারলে আগামী বর্ষা মৌসুমে মেঘনা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে হিজলা মেহেন্দিগঞ্জ এর অন্তত ত্রিশটি মৌজা। এবং ভেস্তে যেতে পারে ৬৩০ কোটি টাকার বাদ প্রকল্প।