এখানে যখন আপনাদের একটি সভা হচ্ছে, ঠিক একই সময়ে ঢাকা এবং চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় ছাত্রদের অন্য একটি সভাও চলছে। তাদের সবার একটাই দাবি-আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা যারা এই মাঠে আছি শুধু নয়, সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষ চায় না এই আওয়ামী লীগকে। কারণ, তারা গণতন্ত্র ধ্বংস করেছে, বাকশাল কায়েম করেছে, দেশের সম্পদ লুটপাট করেছে। গত ১৭ বছরে তারা গুম খুন করে দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে দিয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
এ সময় শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, হাসিনা পালিয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনো আছে। তারা এখনো ষড়যন্ত্র করছে-বাংলাদেশে আবারও তাদের রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু তরুণদের সামনে তারা টিকতে পারবে না। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্য আমাদের, আমাদের দেশকে একটি গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনতে যাদেরকে দায়িত্বে দিয়েছি, তারা এখনো সঠিকভাবে সেই কাজটা করতে পারছেন না। ফলে মাঝে মাঝে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে। সে সমস্যা গুলো তাদেরকে আরো শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। ওই সমাবেশে কেন্দ্রীয় এবং চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এর আগে প্রচন্ড গরমের মধ্যেও দুপুর থেকেই চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী সমাবেশ স্থলে ব্যানার পেস্টন নিয়ে উপস্থিত হয়।