গাজীপুরে টঙ্গীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিপ্লবী ছাত্র জনতা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকার শফিউদ্দিন স্কুল এন্ড কলেজের সামনে অবস্থান নেন তারা। এ সময় আন্দোলনকারীরা মহাসড়কের গাজীপুরগামী লেনের মাঝখানে মাগরিবের নামাজ আদায় করেন।এতে মহাসড়কের ওই লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। মাগরিবের নামাজ আদায় শেষে মহাসড়ক থেকে সরে মহাসড়কের পাশে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বর্তমান সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত ছাত্র জনতা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি লেনে নামাজ আদায় করে। পরে মহাসড়ক ছেড়ে দিয়ে পাশে দাঁড়িয়ে তাদের কর্মসূচি পালন করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।