লাকসাম প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

এফএনএস (এমএসআই জসিম; লাকসাম, কুমিল্লা) : | প্রকাশ: ১১ মে, ২০২৫, ১২:৩৯ পিএম
লাকসাম প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সভা ও সুপার থ্রি নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় লাকসাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভার আলোচনা সভা শেষে গঠিত ৩ সদস্যর নির্বাচন কমিশন গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম সম্পূর্ণ করেন। এর আগে লাকসাম প্রেস ক্লাবের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক মনির, সদস্য এমএসআই জসিম, চন্দন সাহাসহ সদস্যরা নির্বাচন স্বচ্চ ও নিরপেক্ষ এবং অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা, চাঁদাবাজমুক্ত প্রেস ক্লাব গঠনে সুপার থ্রি পদ গোপন ব্যালটের মাধ্যমে সম্পূর্ণ করার জন্য কাজ করেন। প্রেস ক্লাবের ৫৬ জন সদস্যর মধ্যে ৪৮ জন সদস্য স্বচ্চ ভাবে গোপনে ভোট প্রদান করেন। নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে এডভোকেট বদিউল আলম সুজন(দৈনিক সংগ্রাম), সাধারণ সম্পাদক মোঃ ফারুক আল সারাহ (বাংলাদেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ(দৈনিক নয়া দিগন্ত) নির্বাচিত হন। পরে নির্বাচিতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন সদস্যরা। উল্লেখ্য লাকসাম প্রেস ক্লাব ১৯৮৪ সালে গঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে